তাই আমি আপনাদের সুবিধার্থে এই পোস্ট টা নিয়ে এসেছি। আশা
করি এই পোস্ট টা থেকে সবাই ভালো কিছু করতে পারবেন। তবে যারা ইন্টারনেট থেকে ইনকাম
করতে চান , তাদের উদ্যেশ্যে একটা কথা। আপনি যদি জীবনটা ইন্টারনেটের সাথে সম্পর্কিত
করতে চান। তাহলে অবশ্য ই অবশ্য ই ভালো কোন কা
জ শিখে নিবেন। যা আপনি ভালো টাকা
ইনকাম করতে পারবেন। আর কোন কাজ শিখলে ভালো হবে, সেই বিষয়ে গাইড লাইন পেতে আমাদের
সাইটের পোস্ট গুলো পড়তে পারেন।
আমাদের সাইটে ইন্টারনেট ইনকাম বিষয়ে বিস্তারিত সব তথ্য
দেওয়া রয়েছে। আর একটা কথা মনে রাখবেন, যদি
ভালো কিছু করতে হয় , তাহলে সময় দিতে হবে। আর সময় দিয়ে কাজ শিখতে হবে। পরিশ্রম করতে
হবে। তা না হলে কখনোই ভালো কিছু আশা করা যায় না।
ফেসবুক থেকে টাকা আয় করতে এখানে ক্লিক করেন...
ইন্টারনেট থেকে লেখালেখি করে ইনকাম
অনেকেই বিস্বাস ই করে না যে , ইন্টারনেট থেকে ইনকাম করা
সম্ভব। আবার কেউ কেউ বিস্বাস করলেও মনে করে এই কাজ আমার জন্য না হয় তো। কিন্তু ভাই
এই কাজটা আপনার জন্য ও না আর আমার জন্য ও না। তবে আবার সবার জন্য। মানে যে শিখে
কাজ করতে পারেব কাজটা তার জন্য ই।
আর যে শিখবে না তার জন্য এই কাজটা না। আমি পারললে আপনি
কেন পারবেন না। অবশ্য ই অবশ্য ই আপনিও পারবেন। তবে সময় আর কাজের বা ইচ্ছার অভাব।
মনে রাখবেন , যেমন ইচ্ছা নিয়ে শুরুটা করবেন , শেষটাও সেরক ই হবে। তাই তৃব্র ইচ্ছা
শক্তি নিন আর যে কোন একটা সাইটে কাজ শুরু করেন।
পোস্ট টা যেহেতু লেখালেখির , তাই আমি আশা করি এই কাজটা
সবাই ই পারবেন। তবে আগেই বলে রাখা ভালো, যদি নিজের মন মতো কাজ করতে চান, তাহলে
ইন্টারনেট কেন পৃথিবীর কোথাও থেকে ইনকাম করতে পারবেন না। কারন প্রতিটা কাজের
নিদৃষ্ট কিছু নিয়ম নিতী থাকে। আর সেই নিয়ম নিতি মেনেই কাজ করতে হয়।
আপনি হয় তো জেনে থাকবেন, যে ইন্টারনেটে লেখালেখির কাজ
করেও প্রতিমাসে হাজার হাজার টাকা আয় করা সম্ভব। আবার কেউ কেউ লেখালেখির কাজ করেছেও
, কিন্তু টাকা পায় নাই। টাকা না পাওয়ার পেছনে একটা কারন রয়েছে , যদি আপনি ভুল পথে
হাটেন , তাহলে আপনার দুর্বলতা নিয়ে অন্য কেউ আপনাকে কাজে লাগিয়ে টাকা আয় করে নিবে।
কিন্তু আপনি কোন টাকার দেখাও পাবেন না।
যদি আপনি টাকা
আয় করতেই চান। তাহলে আপনার প্রয়োজন সবার আগে সঠিক কাজ কুজে বের করা। আর আমাদের
সাইটে ইনকামের সঠিক বিষয়ে পোস্ট করা হয়। তাই এখান থেকে ইনকাম সাইট খুজে নিতে
পারেন।
কিভাবে লিখতে হয় ইনকামের জন্য
আপনি যদি সারা জীবন ধরেও লিখতে থাকেন। তবুও টাকার দেখা
পাবেন না। যদি না আপনার লেখার মান থাকে। মানে আপনি যে লিখবেন সেটা অবশ্যই অবশ্যই
ভালো হতে হবে। যেন আপনার লেখাটা দেখলে মানুষ সময় দিয়ে পড়তে চায়।
আপনার লেখা টা যেন মানুষের বিনদন বা কাজের জন্য প্রয়োজন
হয়। তাহলেই প্রচুর পরিমানে মানুষ আপনার লেখাটি পড়বে। আর যদি না হয় তাহলে লিখলেও
কেউ পড়বে না। আর যদি পড়েও কিছু মানুষ। তবুও তেমন বেশি টাকা আয় করতে পারবেন না।
লেখার সময় নিচের বিষয়ে খেয়াল রাখতে হবে,
১, কখনো ভুলেও কারো লেখা কপি করা যাবে না। বা আপনার লেখা
যেন কারো লেখার সাথে না মিলে। কারন ইন্টারনেটের নিয়ম অনুযায়ী একজনের লেখা অন্য জন
কপি করলে , সে ক্ষেত্রে তার ইনকাম বন্ধ হয়ে যাবে। আর একাউন্ট ডিজেবল হয়ে যেতে
পারে। তাই কেউ ই চাইবে না যে, আপনার লেখাটি তার জন্য বিপদ জনক হয়ে যাক।
২, যা লিখবেন তা যেন ইন্টারনেট আগে কেউ না লিখে বা
ফেসবুক ইন্টাগ্রাম বা অন্য সকল সোস্যাল মিডিয়া সহ ইন্টারনেটের যে কোন স্থানে থাকলে
সেই পোস্ট টা আবার করতে পারবেন না। যদি করেন সে ক্ষেত্রে ইনকাম তো হবেই না। আবার
সমস্যায় পড়তে পারেন।
৩, প্রতিটা কমেপানির ই
কিছু না কিছু নিয়ম নিতি থাকে। আর সেই নিয়ম নিতি মেনে ই আপনার কাজ করতে হবে।
যেমন নিদৃষ্ট একটা সংখা দেওয়া থাকে। নিদৃষ্ট সীমারেখা দেওয়া থাকে। আর সেই সীমানা
পর্যন্ত লেখা লিখতে হবে।
৪, সঠিক ভাবে লেখার টাইটেল বা নাম দিতে হবে।
৫, সুন্দর ভাবে একটা ফটো ব্যাবহার করতে হবে।
৬, খারাপ বা অবৈধ কোন বিষয়ে পোস্ট করা যাবে না।
৭, যদি নিউস নিয়ে কাজ করেন, তাহলে কোন মিথ্যা তথ্য
প্রচার করতে পারবেন না।
৮, ইত্যাদি বিষয়ে খেয়াল রেখে কাজ করলেই সঠিক ভাবে টাকা
পেয়ে জাবেন।
লেখালেখি করে ইনকামের সাইট
লেখালেখির স্বাধারনত ইনকামের অনেক সিস্টেম রয়েছে। তার
মধ্যে সবচেয়ে ভাল সিস্টেম হলো , নিজেই একটা ইনকাম সাইট বানিয়ে সেখান থেকে ইনকাম
করা। সেটা হোক প্রিমিয়াম ভাবে। বা সম্পুর্ন ফ্রি ব্লগার সাইট হলেও কোন সমস্যা নেই।
আর সম্পুর্ন ফ্রিতে ব্লগারে ওয়েব সাইট বানিয়ে কাজ করতে
পারবেন। আর সেখানে এডসেন্স ও নিতে পারবেন। তাতে কোন প্রবলেম হবে না। আর এই এডসেন্স
নিয়েই সবচেয়ে বেসি টাকা আয় করা সম্ভব। এডসেন্স থেকে প্রতি মাসে ১ লক্ষ টাকার ও
বেসি আয় করা যায় , শুধু লেখালেখি করে।
আর যদি এডসেন্স না পায়, তবুও অন্য ধরনের অ্যাড নেটওয়ার্ক
ব্যাবহার করে ইনকাম করা সম্ভব। তবে ইনকাম টা কম হবে। তার পরেও যদি মোটামুটি ভালো
ভাবে লেখা যায় আর বেসি মানুষ সেটা পড়ে, তাহলে অনেক টাকা আয় করা সম্ভব।
আর দ্বিতিয় স্টেপে রয়েছে, টাইপিং করে আপনি চাইলে আপনি
ফ্রিল্যান্সিং ও করতে পারেন। আর সেখানে অনেক হাই লেভেলের কাজ পাবেন। যেখান থেকে
ভালো মানের টাকা আয় করা সম্ভব হবে। তাই চাইলে টাইপিং করে ফ্রিল্যান্সিং করতে
পারেন।
আর সব শেষে যে সিস্টেম টা রয়েছে, তা হলো। বাংলাদেশ সহ
প্রায় দেশেই কিছু নিজশ্ব ওয়েব সাইট থাকে। যেখানে স্বাধারন মানুষের জন্য সুযোগ করে
দেওয়া হয। আর স্বাধারন মানুষ চাইলে সেখানে লেখালেখি করে টাকা আয় করতে পারে।
আর আমাদের দেশেও অনেক গুলো এমন সাইট রয়েছে। যেখানে আপনি
গল্প , জীবনের কোন ঘটনা। বা আপনার জানা কোন গল্প লিখে ইনকাম করতে পারবেন। আর
অবশ্যই খেয়াল রাখবেন , সেটা যেন ইন্টারনেটে না থাকে। কারন কিছু ওয়েব সাইটের
মাধ্যমে একটা লেখা কোথায় আছে , সেটা খুজে বের করা যায়। তাই আপনি যদি লিখে থাকেন ,
আর সেই গল্পটা আগে থেকেই ইন্টারনেটে থেকে থাকে। তাহলে ধরা পড়ে যাবেন।
লেখালেখি করে ইনকামের সাইটগুলো
যে সব সাইটে লেখালেখি করে ইনকাম করা যায়। সেই সাইট গুলোর
লিস্ট নিচে দেওয়া হলো।
- টেক টিউনস
- গ্রাথর
- ইনকাম টিউনস
- অর্ডিনারি আই ইটি
- জে আই টি
- পরিবর্তন
- রোল বাংলা
- ডিউটি ডট কম
- প্রতিলিপি
আর আপনি এই সাইটে কাজ করে খু সহজেই হাজার হাজার টাকা আয়
করতে পারবেন। তাই এই সাইট গুলোর যে কোন একটা সাইট নিয়ে কাজ শুরু করতে পারেন। আর
কাজ শুরু করতে আমাদের নিচের স্টেপ গুলো ফলো করুন। আরো ভালো করে জানতে চাইলে বা কাজ
করতে কোন সমস্যা হলে , যে সাইটে কাজ করবেন সেই সাইটের নাম লিখে ইউটিউবে সার্স
করলেও আপনি ইউটিউব থেকে ভালো ভিডিও পেয়ে জাবেন।
যেহেতু আমি এক সাথে অনেক গুলো সাইট নিয়ে কথা বলছি। তাই
আপনি ইউটিউব দেখে একাউন্ট করে নিতে পারে। আর তাছাড়াও কোথাও কাজ করার আগে, সেই
সমন্ধে বিস্তারিত না জেনে কাজ করবেন না। কারন আমি একা মিথ্যে তথ্য দিতে পারি
আপনাকে। কিন্তু আপনি যখন আরো ১০ জনের কাছে খোজ নিবেন। তখন আর এই মিথ্যে তথ্যটা
সবাই আপনাকে দিবে না।
টেক টিউনস থেকে ইনকাম
বাংলাদেশের জনপ্রিয় একটা ব্লগ সাইটের নাম ই হলো টেক
টিউনস। এটা কিন্তু ফেসবুক বা জনপ্রিয় সোস্যাল মিডিয়া গুলোর মতো অনেকটা। এখান থেক
আপনি লিখে , ভিডিও আপলোড করে, অডিও আপলোড করে, ফটো শেয়ার , করে ইনকাম করতে পারবেন।
আর রেফার ইনকাম তো থাকছেই।
আর এখান থেকে লেখা লেখির মাধ্যমে টেকটিউনস আপনাকে প্রতি
পোস্টের বিনিময় প্রায় ১৫০০ টাকা পর্যন্ত দিতে পারে। আর অবশ্যই তাদের নিয়ম বা শর্ত
প্রয়োজ্য। আগেই বলে এসেছি এই বিষয়ে।
গ্রাথর থেকে ইনকাম
গ্রাথরেও টেকটিউনসের মতোই সুযোগ সুবিধা রয়েছে। একানেও
প্রতি পোস্টের বিনিময়ে গ্রাথর আপনাকে ১০০০ টাকা প্রযন্ত দিবে। তবে তাদের সর্থ
প্রয়োজ্য।
আর এখানে কাজ করতে হলে আপনি ইউটিউব থেকে একটা ভিডিও দেখে
নিবেন। আর এখানে ২৫০০ ওয়ার্ডের পোস্ট করতে পারবেন। আর এখানে আরো অনেক উপায়ে টাকা
আয় করা যায়। এখানে রেফার করে ইনকাম করা যায়। আর এখানে থাকা লিংক শেয়ার করেও ইনকাম
করা যায়।
ইনকাম টিউনস থেকে ইনকাম
ইনকাম টিউনস থেকেও আপনি লিখে ভালো টাকা আয় করতে পারবেন।
এখানে প্রতি পোস্টে ৫০-১০০ টাকা দিবে। আর লিংক শেয়ার এবং রেফার থেকেও ইনকাম করতে
পারবেন।
এখান থেকে প্রতিদিন পোস্ট করলে প্রতি মাসে ৫০০০ টাকার
মতো ইনকাম করতে পারবেন। আরো বেশী রেফার আর শেয়ারের মাধ্যমে ইনকাম করতে পারবেন।
লেখালেখি করে ইনকাম করার টিপস
আমি ওপরে কিছু সাইটের বিস্তারিত দিয়েছি। আর সব গুলো সাইট ই এই
ধরনের। তাই এখানে থাকা যে কোন সাইটে কাজ করতে পারে। আর এটা আপনার ভালো একটা ইনকাম সোর্স হবে বলে আশা করি। এটাকে আপনি পার্ট টাইম জব হিসেবেও ধরতে পারেন। এই সাইট গুলো আপনাকে লাইফ টাইমের ইনকাম দিবে। মানে এই সাইট থেকে যত দিন আপনার পোস্ট টা সবাই পড়বে। তত দিন ই আপনি ইনকাম করতে পারবেন।
আর এই ধরনের সাইট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন।
লেখালেখি করে ইনকাম পেমেন্ট বিকাশ
এটা বাংলাদেশী সাইট হওয়ায় এই সাইটে পেমেন্ট নিয়ে আপনাকে
কোন ঝামেলা পোহাতে হবে না। এই সাইট গুলো থেকে সরাসরি বিকাশ পেমেন্ট পাবেন।
এখানে , বিকাশ , রকেট , ব্যাংক , নগদ , উপায় সহ বিদেশ
থেকে নিতে চাইলেও আরো কিছু সিস্টেমে নিতে পারবেন। আর একেক সাইটে একেক এমাউন্ট করা
থাকে। যা আপনি তাদের নিয়ম মেনে পেমেন্ট নিতে পারবেন।
3 Comments
nice info
ReplyDeletehttps://webfxx.com/share?InviteCode=VIPLEVEL_3746171&appid=20&lang=en-GB
ReplyDeleteSite gular nam English e dile valo hoi...
ReplyDelete