Header Ads Widget

ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন /শুভেচ্ছা ব্যানার ডিজাইন and PSD,PNG,plp file download

 ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন /শুভেচ্ছা ব্যানার ডিজাইন 

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। আর আপনাকেও এই পবিত্র আনন্দের শুভেচ্চা যানাচ্ছি।



আজ আপনাদের প্রিয় ব্লগ হেল্পলাইন বিডি৩৬০ এর এই পোস্টে আপনারা পেতে যাচ্ছেন, ঈদের খুশি সবার মাঝে ছড়ানোর জন্য অনেক প্রকার ঈদের শুভেচ্ছা পোস্টার এবং ব্যানার এর এডিট করার মতো ফাইল। তাও আবার সম্পুর্ন ফ্রিতেই।


মুসলমানদের পবিত্র উৎসব সমুহের অন্যতম একটা হলো ঈদুল ফিতর। আর আমরা মুসলমান হিসেবে আমাদের ও মনে চায় এই আনন্দ উৎসবে, সকল প্রকার দ্বিধা ভুলে ,সবাই হাসি খুশিতে দিন কাটাবো।

আমরা অনেকেই এই পবিত্র মাহে রমজানের দির্ঘ ১ মাস সিয়াম স্বাধনা করার পরে, ঈদের খুসিতে মহা খুসি।


তবে যদি সেই খুসিটা সবার কাছে পৌছানো যায়, তাহলে সেটা তো আরো বেসি আন্দদায়ক হবে। তাই আমরা চেষ্টা করি বিভিন্ন এসএমএস, স্টাট্যাস, ব্যানার, পোস্টার সহ আরো নানান ভাবে সবাইকে শুভেচ্ছা জানাতে।


তবে টাকা দিয়ে পোস্টার ব্যানার করার মতো সমার্থ সবার থাকে না। বা অনেকে নিজেদের মোবাইল বা কম্পিউটার দিয়ে পারে না।


তাই যারা পারেন না, তাদের জন্য সুবর্ন শুযোগ, আপনারা একটি এডিটেবল ব্যানার বা পোস্টার ফাইল নিয়ে, আপনাদের মোবাইল বা কম্পিউটারের সাহায্যে নিজেদের সকল তথ্য লাগিয়ে, নিজেদের ফটো লাগিয়ে সেটা সবার মাঝে শুবেচ্ছা বার্তা হিসেবে ছড়িয়ে দিতে পারেন।


অনেক সময় দেখা যায়, এই ফাইল গুলো কিনে নিতে হয়। তবে আমি আজ আপনাদের যে ফাইল গুলো দিব, সেগুলো সম্পুর্ন ফ্রিতেই নিতে পারবেন। এই ফাইল গুলোর এডমিনের পার্মিশন আছে আপনাদের ব্যাবহারের জন্য। তাই ফ্রিতে ফাইল গুলো পেতে সম্পার্ন লেখাটি ফলো করুন।


ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন

এই পোস্টার বা ব্যানারের সকল ফটো গুলো দিতে না পারায় আমি ভিষন ভাবে দুক্ষিত। কারন আমি যদি সকল ফাইল গুলোর ফটো একানে আপনাদের দেখানোর জন্য ব্যাবহার করি, তাহলে এটি অতিরিক্ত ইমেজ বা ফটো থাকায় লোড হতে অনেক দেরি হতে পারে।


তাই আপনাদের সুবিধার্থে , তারাতারি লোড করার জন্য এই পেজে সকল ফটোগুলো ব্যাবহার করতে পারলাম না।


তবে প্রতিটা ফাইলের লিংক দিয়েদিব। আপনারা প্রতিটি লিংকে প্রবেশ করলেই সেই ফাইলের ডেমো বা ডিজাইন দেখে নিতে পারবেন, আর সাথে সাথে সম্পুর্ন ফ্রিতেই সেই ফাইলটি আপনাদের মোবাইল বা পিসিতে সেইভ করে নিতে পারবেন।


সেইভ করা ফাইলটি যে সকল অ্যাপ বা সফটওয়ারের মাধ্যমে এডিট করা যাবেঃ ফটোশপ, ফটোশপ মোবাইল, পিক্সেলস, সানস্পিড, পিকস আর্ট ইত্যাদি ফটো এডিট সফটওয়ার ব্যাবহার করতে পারবেন।



 

শুভেচ্ছা ব্যানার ডিজাইন

১. এডুকেশন ব্লগের একটি শুভেচ্ছা ব্যানার ডিজাইন

এই ব্যানারের ডেমো বা ডিজাইন পেতে এবং ফাইলটি পেতে এখানে ক্লিক করুন। এই ফাইলটি এডিট করার জন্য আপনাদের পিক্সেলস ল্যাব সফটওয়ার টি প্রয়োজন হবে।


এই সফটওয়ারটি সম্পুর্ন ফ্রিতে আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন গুগল প্লে স্টোর থেকে।

ফাইলটির লিংক এখানে



২. বিহ্যান্স ওয়েবসাইট থেকে আপনি অনেক শুভেচ্ছা ব্যানার ডিজাইন পাবেন।

আপনি যদি তাদের ওয়েবসাইটে ভিসিট করেন, তাহলে প্রচুর পরিমানে শুভেচ্ছা ব্যানার ডিজাইন পেয়েজাবেন। আর সেগুলো ডেমো বা ডিজাইন দেখতে পারবেন, এবং সেখান থেকে ফাইল নিয়ে এডিট করে আপনার তথ্য ব্যাবহার করতে পারবেন।

ওয়েবসাইটে যেতে একানে ক্লিক করুন। 



 

৩. ইনফো ভ্যানোয়ার সাইট থেকে আপনারা বেশ কয়েকটি ব্যানারের ডিজাইন সম্পুর্ন ফ্রিতেই নিয়ে ব্যাবহার করতে পারবেন।

আমি তাদের ওয়েবসাইটে অনেক গুলো ব্যানার দেখেছি। আর কয়েকটি ব্যানার আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা ও চাইলে সেই ব্যানার গুলো নিয়ে কাজ করতে পারেন।

তবে সবার চয়েজ তো আর এক হবে না। তাই দেখে নিবেন সব গুলো, যেটা আপনার ভালো লাগে.

সাইটের সকল ব্যানার ডিজাইনগুলো পেতে এখানে ক্লিক করুন



৪. ইসপে প্রাইস ডট কো ওয়েবসাইটেও বেশ কয়েকটা ফাইল রয়েছে, আর সেখানে তারা খুব ভালো ভাবে ভিডিও দিয়ে ফাইলগুলো এডিটের সিস্টেম দিয়ে রেখেছে। তাই সেখান থেকে ফাইল গুলো নিতে পারেন।

তাদের ফাইলটি এডিট করার জন্য আপনাদের পিক্সেলস ল্যাপ সফটওয়ারটি প্রয়োজন হবে।

ফাইলটি পেতে এবং ডিজাইন দেখতে একানে ক্লিক করুন।

ফাইল ১. link 1 for click me

ফাইল ২. link 2for clik  me



৫. ফয়জুল সফটোনিক থেকেও অনেক সুন্দর একটি ব্যানারের ডিজাইন এডিটেবল ফাইল পেয়ে জাবেন। এই ফাইলটিও আগের গুলোর মতো এডিট করতে পারবেন। ফাইল টি সম্পুর্ন ফ্রিতে পেতে এই লিংকে যান।

 

৬. ইসলামিক পিএলপি ফাইল, নাম শুনেই হয়তো বুঝতে পারছেন।এই সাইট টি ভরে আছে বিভিন্ন পি.এল.পি ফাইল দিয়ে। মানে আপনার পছন্দের হাজার রকমের পি.এল.পি ফাইল এই ওয়েবসাইট থেকে নিতে পারবেন।


আপনার পছন্দের ঈদ ব্যানার ফাইল সহ যাবতীয় পি.এল.পি ফাইল পেতে এই ওয়েবসাইটে যেতে পারেন। নিজেদের সেফটির জন্য এই  লিংকটা আমরা দিতে পারছি না। তবে অবশ্য ই আপনারা তাদের ওয়েব সাইটের নাম লিখে তাদের সাইট থেকে ফাইল গুলো সম্পুর্ন ফ্রিতে নিয়েই কাজ করতে পারবেন।


তবে আমরা খুব তারাতারি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো, আর সম্ভব হলে তাদের লিংকটা দিয়েদিব।

 


৭. ফাহাদ ক্রেয়াশন থেকেও আপনারা তাদের পি.এল.পি ফাইলটি নিয়ে কাজ করতে পারেন।


খুব সিম্পল ডিজাইনের একটা ফাইল। এটা ডিজাইন করতে আশা করি আপনাদের কোন রকম কোন সমস্যা হবে না। তাই যারা নতুন, তারা এই ফাইলটি নিয়ে কাজ করতে পারেন।

ফাহাদ ক্রেয়াশন ওয়েবসাইটে যেতে এই লিংকে ক্লিক করুন।


 

৮. কনুজ ক্রিয়েশন ওয়েবসাইট থেকে একটি স্বাধারন ডিজাইনের ফাইল নিয়ে কাজ করতে পারেন।

যদি আপনি এডিটিং এ নতুন হয়ে থাকেন, তাহলে আপনি এই ফাইলটি খুব সহজে এডিট করে নিতে পারবেন।

কনুজ ক্রিয়েশন থেকে ফাইলটি পেতে এখানে ক্লিক করুন।


 

৯. ইনফো ভান্ডার থেকে কয়েকটি নিতে পারবেন। তবে ইনফো ভান্ডর এর লিংক আমি যেটা দিব, সেখানে ২ একটা থাকলেও, তাদের ওয়েবসাইটে ভালো করে খুজলে হয়তো আরো বেশী পেতে পারেন।

ইনফো ভান্ডার থেকে ফাইল গুলো নিতে এখানে ক্লিক করুন।


 

১০. কি এন্ড্রয়েড ডট কম থেকে সুন্দর একটা ঈদের সুভেচ্ছা পোস্টার বা ব্যানার নিতে পারবেন।


এখান থেকে নিয়ে আপনার নিজের ইনফরমেশন ব্যাবহার করে সেটা আপনি শুভেচ্ছার কাজে লাগাতে পারেন।


কি এন্ড্রয়েট ওয়েবসাইটে বিস্তারিত বলা রয়েছে, তাই আপনি শরাশরি তাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন।

কি এন্ড্রয়েড ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন।


 

১১. সি এস ই ২৪ সাইটেও কয়েকটি ফাইল রয়েছে, তাদের ফাইল গুলো দেখতে এবং নিতে চাইলে এখানে ক্লিক করতে পারেন।

তাদের সাইটে য়েতে এখানে ক্লিক করুন।


 

আজ এই পর্যন্তই। আপনারা যদি আরো কিছু ফাইল চান, তাহলে কমেন্ট করে জানাবেন। আমরা আগামীতে আরো কিছু ফাইল নিয়ে পোস্ট করবো।


আর অনলাইন নিউস, টেক বিষয়ে এবং অনলাইন আর্নিং বিষয়ে অথবা এই ধরনের পোস্ট পেতে আমাদের সাইটে আসতে পারেন।


আমরা সবসময় যথেষ্ট চেষ্ট করি, আপনাদের উপকারি তথ্যগুলো শেয়ার করার জন্য। তাই আপনাদের যে কোন বিষয়ে আমাদের সাইটে ভিসিট করতে পারেন।

 

 

 আমাদের সাইটের পক্ষ থেকে ফাইলটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন। 


Post a Comment

3 Comments

  1. Update Link PLz....
    https://www.fahadcreation.com/2022/04/eid-mubarak-poster-design-plp.html

    ReplyDelete
  2. ধন্যবাদ

    ReplyDelete