Header Ads Widget

Canva Pro Lifetime for free/ ক্যানভা এর সকল প্রিয়িমাম সার্ভিস একদম ফ্রিতে

 আসসালামু আলাইকুম💕 আশা করি সবাই ভালোই আছেন, আমাদের সাইট helpline bd360 এর নতুন পোস্ট "Canva Pro Lifetime / ক্যানভা এর সকল প্রিয়িমাম সার্ভিস একদম ফ্রিতে" স্বাগতম সবাইকে।

Canva Pro Lifetime for free


 আমরা অনেক সময় ই অনেক কিছু ডিজাইন করে থাকি। বিশেষ করে লোগো ডিজাইন, ফেসবুক ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব সহ অনেক প্লাটফ্রমের জন্য। 

বিভিন্ন ওয়েবসাইটের জন্য বিভিন্ন ধরনের ফটো বা ইমেজ আমরা তৈরি করে থাকি, যা বিভিন্ন সাইজের হয়ে থাকে। আবার বিভিন্ন ডিজাইন করে থাকি , যা অনেক সময়ের ব্যাপার।

আজ আমি আপনাদের সাথে যে সাইটটি শেয়ার করবো, এটি এমন একটি ওয়েবসাইট, যেখান থেকে আপনি ইউটিব থাম্বেইল, ফেসবুক কভার ফটো, ফেসবুক পোস্ট এর ফটো, ইউটিউব কভার ফটো সহ যাবতীয় ডিজাইন খুব সহজেই করে নিতে পারবেন।

canva কি

প্রথমেই আমি ক্যানভার সংক্ষিপ্ত একটা বর্ননা দিচ্ছি, যারা ক্যানভা সমন্ধে জানে না তাদের জন্য।

ক্যানভা হলো একটি সফটওয়ারের নাম, যেখান থেকে আপনি ফটোশপ  এর মতো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বিভিন্ন ফটো বা ইমেজ তৈরি করে নিতে পারবেন।


ক্যানভার সবচেয়ে সুভিধা জনক দিক হলো, এখান থেকে ফটো এডিট বা কভার ফটো সহ বিভিন্ন ধরনের ইমেজ তৈরি করার জন্য আপনার নিজের তেমন কষ্ট করা লাগবে না।

এখানে অনেক দক্ষ মানুষ সুন্দর সুন্দর ডিজাইন করে রাখে, এই ফাইল গুলো থেকে আপনার পছন্দের ফাইলটি ওপেন করে সেটা এডিট করে নিতে পারবেন। এর জন্য আপনাকে আলাদা কোন সফটওয়ার ও ব্যাবহার করা লাগবে না।

ক্যানভা এর মোবাইল সফটওয়ার রয়েছে, উইনডোস সফটওয়ার রয়েছে, লিনাক্স সফটওয়ার রয়েছে, আর সবচেয়ে সুভিধা জনক ব্যাপার হলো এদের ক্যানভা ডট কম নামে থাকা ওয়েবসাইট থেকে কোন সফটওয়ার ইনস্টাল না করেই, সব কাজ করা সম্ভব।

আমাদের সাইটের অধিকাংশ ইমেজই ক্যানভা দিয়ে করা। এখান থেকে ইমেজ করে নিলে কোন কপিরাইট সমস্যায় পড়তে হবে না। ২-১ মিনিট সময়েই খুব ভালো মানের একটা ইমেজ তৈরি করে নিতে পারবেন।


ক্যানভা প্রো vs ক্যানভা ফ্রি

এই জনপ্রিয় সফটওয়ারটির রয়েছে ২টি ভার্সন, ফ্রি এবং প্রো বা প্রিমিয়াম। ক্যানভা প্রো সফটওয়ারটি আপনি চাইলে কিনে নিতে পারেন। আমি সাজেশন করবো, সমার্ধ থাকলে কিনেই ব্যাবহার করুন।

তবে যারা ফ্রিতে ব্যাবহার করতে চান, তাদের জন্য আগামিতে কখনো ডাউনলোড লিংক দেওয়ার চেষ্টা করবো।

ক্যানভার ওয়েবসাইটেও আপনারা ফ্রি তে ফটো এডিট করে নিতে পারবেন। তবে এখানেও প্রিমিয়াম কিছু সার্ভিস রয়েছে, সেগুলো ব্যাবহার করলে, আপনাকে টাকা পে করতে হবে। উল্যেক্ষ, ক্যানভা সফটওয়ার এবং ওয়েবসাইট একই রকম কাজ করে।

ক্যানভা নামক জনপ্রিয় এই সফটওয়ারটি ফ্রিতে ব্যাবহার করার একটা সুযোগ রয়েছে, ক্যানভা একটি লিংক থেকে ঢুকার মাধ্যমে আপনি ক্যানভা ওয়েবসাইটে থাকা সকল সার্ভিস গুলো সম্পুর্ন ফ্রিতে ব্যাবহার করতে পারবেন।

জনপ্রিয় সফটওয়ারের ফ্রি লিংকটি নিচের দিকে দেওয়া থাকবে। আশা করি এই পোস্ট টি সম্পুর্ন পড়বেন, এবং আমাদের সাইটের হেলফুল পোস্টগুলো পড়ার জন্য আমাদের টেলিগ্রাম ,ইমো, ফেসবুক গ্রুপে জয়েন করে নিবেন।

ক্যানভার কিছু সার্ভিস

আমি ওপরেই বলে এসেছি, এই জনপ্রিয় সফটওয়ার দিয়ে কি ধরনের কাজ করা যায়। তার পরেও হাইলাইট করে দিচ্ছি, শুধু মাত্র আপনাদের সুভিধার জন্য।

আশা করি আপপনারা এই পোস্টটি থেকে উপকৃত হবেন, এবং পরের পোস্টে কি পেতে চান আমার কাছে সেই বিষয়ে কমেন্টে জানানোর জন্য অনুরোধ রইল।

ক্যানভায় আপনি প্রায় সব ধরনেরই ডিজাইন করে নিতে পারবেন, এখানে প্রায় সব ধরনের ডিজাইন রয়েছে, তার মধ্যে অন্যতম হলো
  1. হোয়াইড বোর্ড (এখানে সাদা পেজ নিয়ে নিজের ইচ্ছে মতো ডিজাইন করা যায়)
  2. ফেসবুক পোস্ট
  3. ফেসবুক কভার ফটো
  4. লোগো
  5. বিভিন্ন পোস্টার ডিজাইন
  6. ব্যানার ডিজাইন
  7. যে কোন সাইজের কাস্টম ডিজাইন
  8. ইউটিউব থাম্বনেল
  9. ইউটিউব ব্যানার
  10. ভিডিও (উপরে বলতে ভুলে গেছি, এখান থেকে ভিডিও এডিড করা যায়, আর ভিডিওর জন্য রয়েছে অনেক ধরনের সুন্দর সুন্দর ইফেক্ট)
  11. ইনস্টাগ্রাম পোস্ট
  12. বিসনেস কার্ড (ভিসিটিং কার্ড)
  13. বিঞ্জাপন ইমেজ বা ভিডিও
এ সকল ডিজাইন সহজেই করার জন্য় ক্যানভা এতো জনপ্রিয় হয়ে উঠেছে।


কাঙ্খিত সেই ক্যানভা প্রিমিয়াম প্রগ্রামটি ফ্রিতে ব্যাবহারের জন্য আপনাকে নিচের লিংকে প্রবেশ করতে হবে।
লিংকঃ 
Canva Pro Fresh Account 

*Canva Pro Link 1=*
https://www.canva.com/brand/join?token=_Bf6XVckWFXIDRFoEtOGhQ&referrer=team-invite

*Canva Pro Link 2=*
https://www.canva.com/brand/join?token=ratx4DHZFV0ScYipMmxmoQ&referrer=team-invite

*Canva Pro Link 3=*
https://www.canva.com/brand/join?token=43bJupiO1nPShkTAMSaBwA&referrer=team-invite

*Canva Pro Link 4=*
https://www.canva.com/brand/join?token=8f3bhc4d3jbeW2VlmI0P4Q&referrer=team-invite

*Canva Pro Link 5=*
https://www.canva.com/brand/join?token=02ug_BZ6TEcqSUrWSofgUQ&referrer=team-invite

Post a Comment

0 Comments