vivo y21 price in bangladesh বর্তমান সময়ের একটি মোবাইল। জানলে হয়তো অবাক হবেন, আমি নিজেও এর একটা মোবাইল ব্যাবহার করি।আর আজ আমি এই মোবাইলটা ব্যাবার সমন্ধে আমার নিজের এক্সপ্রিয়েন্স শেয়ার করবো।
আশা করি পুরো পোস্ট টি জুড়েই সাথে থাকবেন। অনলাইন ইনকাম, ব্লগিং ,ইউটিউবিং, অনলাইন বিভিন্ন নিউস পেতে সাথে থাকুন আমাদের এই ওয়েবসাইটের। এখানে আমরা অনলাইনের সব ধরনের অথ্য় শেয়ার করে থাকি।
vivo y21 ডিভাইস পরিচয়
আপনাদের কাঙ্খিত এই ডিভাইসটিতে সুন্দর লুকিং এর ২টি কালার রয়েছে। প্রথমটা ডায়মন্ড গ্লো, আর অপরটা ব্লুর সাথে কিছুটা কালো।
তবে বাস্তবভাবে বলতে গেলে, ডায়মন্ড গ্লো ক্লারটি ছাড়া যেন ডিভাইসটির নাম ই ফোটে না। অধিকাংশ মানুষই ডায়মন্ড গ্লো ক্লারটি ব্যাবহার করেন। এই ক্লারটি দেখলেই চেনা যায় যে এটি vivo y21.
এই ফোনটির রয়েছে বর্তমান বাজারে মাত্র দুটি ভার্সন। এই দুটো ভার্সনে ব্যাবহারের পার্থক্য শুধু মাত্র স্টোরেজ। ভার্শন দুটোর মুল্য নিচে দেওয়া হলোঃ
- ৬৪ জিবি স্টোরেজ আর ৪ জিবি রেম এর অফেশিয়াল মুল্য ১৫,৯৯০ টাকা
- ১২৮ জিবি স্টোরেজ আর ৪ জিবি রেম এর অফেশিয়াল মুল্য ১৯,৯৯০ টাকা
এই মুল্যে আপনি এর চেয়ে বেশি রেম এবং রুম পাবেন অন্য ডিভাইস গুলোতে। তো চাইলে সেগুলো দেখে নিতে পারেন।
এটা ভিভো ব্রান্ডের y2111 মডেলের একটি নতুন মোবাইল। এটি ২১ আগষ্ট ২০২১ এ মার্কেটে লন্স করে। এই মোবাইলটি দারুন লুকের একটি ভালো মানের ফোন। এখানে ব্যাবহিত গ্যাজেটগুলো সমন্ধে নিচের দিকে বর্ননা করা হলোঃ
নেটওয়ার্ক
এই ডিভাইসে GSM/HSPA/LTE টেকনলজি ব্যাবহার করা হয়েছে, যেটা এখনকার সময়ের জন্য জনপ্রিয়। এখানে 2G, 3G, 4G এবং ডুয়েল নানো সীম কার্ড ব্যাবহার করা হয়েছে।
DUAL-BANDS, WIFI - direct , WIFI- hot sport ব্যাবহার করা হয়েছে। যা এই ধরনের ডিভাইসের জন্য পার্ফেক্ট।
ব্লুটুথ V5.0, A2DP, LE এবং জিপিএস A-GPS, GLONASS, GALILIO, BDS ব্যাবহার করা হয়েছে।
রেডিও সাপোর্টেড, এবং ইউএস বি V2.0 আর OTG Taype- C ব্যাবহার করা হয়েছে। টাইপ সি বর্তমানের জন্য পার্ফেক্ট একটা আপডেড।
ডিভাইস বডি
গ্লাস ফ্রন্ট , প্লাস্টিক দিয়ে মিনিম্যাল নোটস এর নন ওয়াটার রিসেস্ট এই বিডিটি তৈরি করা হয়েছে। এই ডিভাসটিতে প্রায় ১৮২ গ্রাম ওজন রয়েছে।
ওপরে বলে এসেছি এখানে ব্যাবহৃত ২টি ক্লারের কথা।
এখানে ৬.৫১ ইন্সি সাইজের ডিস্প্লে ব্যাবহার করা আছে। ডিস্প্লেতে রেগুরেশন আছে HD+, 720x1600 px (270ppi)
এই ডিভাইসে সাইট ভিঙ্গার পিন, এবং ফেস আনলক ব্যাবহার করা হয়েছে, সাথে সাথে স্মার্ট লক নামে অন্য একটি অপশন রয়েছে, এটি খুবই হেলফুল, এটা চালু থাকলে, প্রায়ই দেখা যায় হাতে নিয়ে যে কোন ফিঙ্গার দিয়ে পাওয়ার বাটন প্রেশ করলে ডিভাইস টি আনলক হয়ে যায়।
এটা শীতের সিজনে আমার হাতে প্রচুর চামড়া ওঠায় আমার জন্য অনেক উপকারি হয়েছিল। তবে নিজের কাছে ছাড়া অন্য কারো কাছে গেলে এই লকটি খুলে না।
পারফরমেন্স
এই ডিভাইসে পেছনে ৩টি ক্যামেরার মতো মনে হলেও একটা কোনই কাজের নয়। বাকি ২টা ক্যামেরে কাজ করে, এই ২টি ক্যামেরায় ১৩+২ মেগেপিক্সেল ব্যাবহার করা হয়েছে।
এখানে ফুল HD 1080 পিক্সেলস ভিডিও রেকর্ড করা যায়।
ফ্রন্ট ক্যামেরায় ৮মেগেপিক্সেলস ব্যাবহার করা হয়েছে, আর এখানেও ফুল HD 1080 পিক্সেলস ভিডিও রেকর্ড করা যায়।
এখানে ৫০০০ মেগা নন রিমোভাল ব্যাটারি ব্যাবহার করা হয়েছে, যেটা প্রায় ১দিন নিমিশেই ব্যাবহার করা সম্ভব। সাথে ১৮ ওয়ার্ডের ফাস্ট চার্জার ব্যাবহার করা হয়েছে, যেটা মাত্র ১ঘন্টা ২০-৩০ মিনিটেই ৫০০০মেগা ব্যাটারিকে ফুল করে দিতে সক্ষম।
এখানে অ্যান্ড্রয়েড ১১ ব্যাবহার করা আছে, যদিও এর পরে অ্যান্ড্রয়েডের আরো কয়েকটি আপডেড এসেছে, যেমন অ্যান্ড্রয়েড ১২,১৩, তবে এগুলো আপডেড না করাই ভালো। কারন ফোনের সফটওয়ারটি আপডেড করার ফলে অধিকাংশ সময়ই কিছু না কিছু জিনস সমস্যা দেখা দেয়, তাই রিকোমেন্ট করবো, এই ডিভাইসে সফটওয়ার আপডেড করবেন না।
আমার এক্সপ্রিয়েন্স
এটা নিয়ে তেমন কিছু বলার নেই, কারন আমি ভুলে একটা আপডেড দিয়ে ফেলছিলাম, তাই আমার ক্যামেরাটা কিছুটা সমস্যা করে।
তার পরেও অন্য কোন সমস্যার সম্মুক্ষিন হইনি। এই ফোনটি গেমপ্লের জন্যও মোটামুটি ভালো, আমি লাইফ আফটার গেমপ্লে করি এই ডিভাইসে, যা ভালো গেমিং পিসিতেও ল্যাগ দেয়। তবে ভালোই খেলা যায়।
আমার কাছে ভালোই লেগেছে মোবাইলটা, বাজেটের মধ্যে সুন্দর। তবে আরো অন্যান্য ফোনগুলো দেখে নিতে পারেন, এই বাজেটে এমন ডিভাইস আরো রয়েছে, সেগুলোও প্রায় সেম।
আজ এই পর্যন্তই, আগামি পোস্টগুলোর সাথেই থাকুন।
0 Comments