Header Ads Widget

ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগে // digital marketing shikhun matro 2 mase.



ডিজিটাল মার্কেটিং শিখতে কত দিন সমেয় প্রয়োজন,ডিজিটাল মার্কেটিং শিখতে কত দিন সময় প্রয়োজন,ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব,ডিজিটাল মার্কেটিং এর ফলাফল,ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, ডিজিটাল মার্কেটিং এ ফ্রিল্যান্সিং,





ডিজিটাল মার্কেটিং শিখতে কত দিন সমেয়ের প্রয়োজনকিভাবে শিখবো ডিজিটাল মার্কেটিং , আর কোথা থেকে শিখবো ডিজিটাল মার্কেটিং , কোন ধরনের ল্যাপটপ লাগে ডিজিটাল মার্কেটিং করার জন্য

এমন হাজার হাজর প্রশ্ন প্রতিদিন ই মানুষ গুগল কে করে থাকেন। তবে এটা দোষের কিছুই না। উদাহরন স্বরুপ , যখন কোন শিশু ছোট থাকে , আর তার মাঝে কোন কিছু শেখার বা জানার বা করার ইচ্ছে জাগে , তখন তার বাবা মায়ের কাছে এই প্রশ্ন হাজার বার করে থাকে। আর আমরাও যখন ইন্টার নেটে আসি বা আসতে চাই , তখন আমরাও ওই ছোট শিশুর মতোই হয়ে যাই।


আর আমাদের মাঝে হাজার রকমের প্রশ্ন জাগতে শুরু করে। আপনাদের হাজার রকমের প্রশ্নের উত্তর আমি দিতে চাই , কিন্তু সমস্যা হলো আমি তো জানি না যে , আগামি কাল কি প্রশ্ন আপনি করবেন। তাই আপনার যে কোন সমস্যা বা প্রশ্নের উত্তর আমাদের কাছে শেয়ার করতে পারেন। আমাদের এই ব্লগটা আশা করি আপনার জন্য খুব ভালো একটা শাজেশন হিসেবে কাজ করবে।

 

আরো কিছু বিষয়

শেয়ার বাজার বা স্টক বাজার থেকে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করার বিস্তারিত।


ডিজিটাল মার্কেটিং শিখতে কত দিন সময় লাগেঃ

আপনার এই মহান প্রশ্নের উত্তরটি আমার মতো মানুষের দ্বারা দেওয়া সম্ভব না। যারা আমার থেকে ও ভালো লেভেলে আছে , তারা হয়তো পারবে। তার পরেও আমার ছোট ঞ্জান থেকে আপনাদের সকল ধরনের উত্তর দেওয়ার।


প্রথম আলো নিউস পেপারের এক রিপোর্ট লিখেছে , ৩০ মিনিট করে ৩ মাসে মাত্র ৪৫ ঘন্টার মতো সময় লাগে , ডিজিটাল মার্কেটিং শিখতে।


কিন্তু আসলে এই হিসেবটাকে আমরা একটা ক্লাস রুটিন হিসেবে দেখতে পারি। যেমন কোন এক শিক্ষক ৩০ মিনিট করে প্রাইভেট পড়াচ্ছে , কিন্তু এই ৩০ মিনিট করে পড়লেই কি তার পড়া হয়ে যায়। আসলে এমন কোন হিসাব কারো পক্ষেই দেওয়া সম্ভব না। কেননা , কেউ একজন এই মার্কেটিং সিস্টেমটাকে জন্ম দিয়েছিল, আবার কেউ না

 শিখেও এর অনেকটা ব্যাবহার করতে পারে। আবার কেউ ৩মাস ক্লাস করেও পারে , কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় , ১-২ বছর হয়ে গেছে কিন্তু সেও ভালোভাবে কাজ করতে পারে না। আসলে এই সবই দক্ষতার উপর নির্ভর করে। যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে , তাহলে আপনি কম সময়েই ভালো কিছু করতে পারবেন। আবার আউট নলেজ ভালো থাকার অনেকটা দরকার রয়েছে।


তার পরেও সিম্পল হিসাব করলে , প্রথম আলো র রিপোর্ট টাকে ধরতে পারেন। বা স্বাধারনত ২-৩ মাস প্রতি দিন ২-৫ ঘন্টা আপনার পরিশ্রম করা দরকার। আর আপনি যত ভালোভাবে চর্চা করবেন , আপনার জন্য ততটাই সহজ হয়ে যাবে।


কোন ধরনের ল্যাপটপ বা পিসি লাগবেঃ

এই প্রশ্নের উত্তর টা আপনার সমার্থের উপর নির্ভর করে। যদি আপনি ভালো টাকা খরচ করতে পারেন , তাহলে দামী পিসি বা ল্যাপটপ কিনবেন। আর যদি সমার্থ কম হয় তাহলে ২০ এর উপরে ল্যাপটপ আর পিসি হলে ৩০ এর উপরে ভালো হবে। তার পরেও যদি আরো ভালো কিনতে পারেন , তাহলে আরো বড় বড় কাজ আপনি কোন ঝামেলা ছাড়াই করতে পারবেন।


তবে যদি সমার্থ টা আমাদের মতো কম হয়ে থাকে , তাহলে আপনি আপনার হাতের মোবাইলটাও বিক্রি করে দিতে পারেন। এমন অনেক ফ্রিল্যান্সার আমাদের দেশে রয়েছে , যাদের নিজেদের মোবাইল বিক্রি করে অনলাইনে কাজ করেছে বা শিখেছে

এর পরে ১০ -১৫ হাজার টাকার মধ্যেও কিন্তু আপনি পুরোনো বা ইউস করা ল্যাপটপ পেয়ে যাবেন। আর ১০ হাজার টাকা ম্যানেজ করতে পারবেন না , এমন মানুষ আমার মনে হয় না আছে। কেননা কয়েকদিন শ্রমিক হিসেবে কাজ করলেও ১০ হাজার টাকা আয় করে নেওয়া সম্ভব।

 

 

মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং

আমি জানি না যে, আপনার মনের ইচ্ছেটা কতখানি।যদি আপনি আপনার বাধ্য করে একটা মন বানাতে পারেন , তাহলে হয়তো পারবেন, মোবাইল দিয়েই ডিজিটাল মার্কেটিংকারন এটা অনেক বড় ধরনের একটা কাজ যদি মন থাকে আপনার কাজ করার মতো , আর মোটা মুটি একটা মোবাইল থাকে , তাহলে হয়তো পারবেন।তার পরেও আমি বলবো না করাই ভালো।

 কেননা হাজার রকমের কাজ রয়েছে ইন্টারনেটে। আর আপনি যদি চান মোবাইল দিয়েই অনেক টাকা আয় করতে পারবেন। আপনি মোবাইল থেকে কাজ করে। কিন্তু যদি ডিজিটাল মার্কেটিং মোবাইল দিয়ে করার ইচ্ছে হয় , তহলে একা কাজ নিবেন না। পাশে কারো সাথে কন্টাক করে শেয়ারে কাজ নিবন। আর যত তারাতাড়ি সম্ভব পিসি বা ল্যাপটপ কেনার চেষ্টা করবেন।


আর মোবাইলের উপর ভিত্তি করে ৫-৭ হাজার টাকার কোর্চ বা তার চেয়েও বেসি টাকার কোর্চ না নেওয়াই ভালো। আমি সম্পুর্ন ই না বলে দিব। যদি করার ইচ্ছে থাকে , তাহলে মোবাইল টা বিক্রি করে পিসি বা ল্যাপটপ কিনে নেন।

 

ডিজিটাল মার্কেটিং এ ফ্রিল্যান্সিং ক্যারিয়ার

ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশার অন্যতম একটা সাইট হচ্ছে এই ডিজিটাল মার্কেটিংআমাদের আরো পোস্টে আপনারা জানতে পারবেন , এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। তবে এখানে কিছুটা ক্লিয়ার করে দেওয়া উচিৎ। ফ্রিল্যান্সিং হচ্ছে , আপনার ভালো লাগলো কাজ নিলেন আর কাজ করলেন। আর ভালো লাগলো না কাজ করলেন না।


আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে এখানকার সবচেয়ে ভালো এবং প্রয়োজনিয় এবং জনপ্রিয় একটা কাজ। কারন , ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সঠিক স্থানে নিজেদের পন্য পৌছানো যায় খুব দ্রুত। আর সঠিক মানুষের কাছে পন্যটা পৌছালে বিক্রিটাও অনেক বেড়ে যায়। তাই এই কাজটা প্রতিটি কম্পানির ই প্রয়োজন হয়ে থাকে। তাদের পন্যের প্রচারের জন্য। আর এই কারনেই এর এতো বেসি জনপ্রিয়তা।


ধরেন একটা সফটওয়ার কম্পানি একজন সফটওয়ার ডেভলাপার নিয়ে একটা সফটওয়ার বানালো। পরে যখন সেটা মার্কেটে নিয়ে আসবে তখন কিন্তু তার মার্কেটিং এর প্রয়োজন হবে। আর তখন ডিজিটাল মার্কেটারদের কাছে আসবে।


আবার কোন ওয়েব ডেভলাপার দ্বারা ওয়েব সাইট বানালো, তখনো কিন্তু ডিজিটাল মার্কেটারদের দিয়ে সেটা মার্কেটিং করায়। অর্থাত এক কথায় সব ক্ষেত্রেই ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন পরে। তাই এই কাজটা আপনি  নির্ভয়েই শিখে নিতে পারেন।

 

ডিজিটাল মার্কেটিং এ আয় কেমন

ডিজিটাল মার্কেটিং এ আয় কেমন বা ইনকাম কেমন।আসলে এই ধরনের প্রশ্নের কোন উত্তর হয় না। কারন আপনি এই মাসে ভালো কাজ পেলেন , বেসি ইনকাম হলো আগামি মাসে কম পেলেন , তখন তো ইনকাম কমে যাবে। আবার তার পরের মাসে আরো বেশী তো পেতে পারেন।


যেমন ধরেন , আমরা ব্লগিং বা ইউটিউবিং বা অ্যাপ নিয়ে যারা কাজ করি। যে মাসে আমাদের ভিউ বেসি হয় , সেই মাসে তো ইনকাম বড়ে আবার অন্য মাসে সেটা কমেও যেতে পারে বা আরো অনেক বেড়েও যেতে পারে। তাই এটা বলা কখনোই সম্ভব না। অনলাইন ইনকামটাই এমন।


তার পরেও একটা ধারনা। যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন তাহলে প্রতি মাসে ১ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তার চেয়ে বেশীও হবে। সেটা আপনার কাজের উপর নির্ভর করে। তবে এই কাজটা শিখলে কিছু না কিছু হবেই।

 

ডিজিটাল মার্কেটিং এ টু জেড

ডিজিটাল মার্কেটিং এ টু জেড মানে হলো , আপনি কাউকে কাজ করে দিবেন বা তার কোন একটা পন্য মার্কেটে ভালো পরিচিত করে দিবেন। আর সে আপনাকে টাকা দিবে। আর এই বিষয়ে সম্পুর্ন তথ্য জানতে আমাদের ব্লগের অন্য কোন পোস্টে দেখুন।


ভালো থাকুন , আর আপনার যে কোন বিষয়ের প্রতি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্টাক  পেজে আপাদের যোগাযোগের সমস্ত তথ্য দেওয়া আছে। বা আমাদের ফেসবুক পেজে ও যোগাযোগ করতে পারেন।

Post a Comment

0 Comments