Header Ads Widget

best 2 news theme 2023 pro for free বাংলাদেশের জন্য user friendly

 বরাবরের মতো, আজও আপনাদের জন্য উপকারী জিনিস নিয়ে হাজির হলাম। আশা করি এই পোস্টা ও যারা ব্লগিং শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য অতান্ত গুরুত্বপুর্ন হবে। 

সম্পুর্ন পোস্টটি না পড়লে কিন্তু একটুও কাজে আসবে না। তাই সম্পুর্ন পোস্টটি পড়ে নিবেন। আর এই পোস্টে ব্লগিং এর জন্য ২ টা থীম নিয়ে কথা বলবো।  আর ব্লগিং সম্পর্কিত অনেক পোস্ট আমাদের সাইটে আছে, দেখে নিতে পারেন।

news theme,bangla news blogger template free download;


বাংলাদেশের জন্য ভালো নিউস থীম

এখানে অনেকে ভাবতে পারেন, আমি বাংলাদেশ নিয়ে কেন কথা বললাম। আসলে আমাদের দেশের মানুষ আর অন্য দেশের মানুষ এক রকম ধ্যান ধারনায় থাকে না।

অন্যান্য দেশের মানুষ তাদের জাবতিয় তথ্য গুগল বা অন্যান্য সার্স ইন্জিন থেকে কোন ওয়েবসাইটে গিয়ে নেয়। বা বের করে। 
তাই তারা ওয়েবসাইট সমন্ধে ভালো ধারনা রাখে, ওয়েবসাইটের সকল বিষয়ে তাদের ভালো করে জানা আছে।

অন্যদিকে, 
বাংলাদেশের মানুষ স্বাধারনত ফসবুক আর ইউটিউব পর্যন্তই সীমাবদ্ধ। তারা প্রায় ই এর বাইরে যে কিছু আছে তা জানেই না। তবে টিকটকের কথা ভিন্ন।
এক কথায় বলতে গেলে তারা ওই (***) ভিডিও দেখতে ও ইউটিউব, ফেসবুক, টিকটকে গিয়ে সার্স করে।

তার মানে তাদের সামনে সাজানো গোছানো থাকলেই তারা সেটা দেখবে, না হলে দেখবে না। তাই সুন্দর স্মর্ট ডিজাইনের ২ টা ব্লগার থীম এই পোস্টে দিব। এবং থীমের প্রিমিয়াম ভার্সন ফ্রিতেই দিব।

তবে, এই ধরনের সকল ফাইল বা প্রয়োজনিয় জিনিশ পেতে আমাদের সাইট এবং আমাদের টেলিগ্রামে নটিফেকেশন অন করে দিন।


নিউজ এবং ব্লগ সাইটের থীমের ব্যাবধান

নিউস থীম যে ব্লগে ব্যাবহার করা যায় না, বা ব্লগ পোস্টের জন্য ব্যাবহার থীম যে নিউসের জন্য ব্যাবহার করা যাবে না। বিষয়টি মোটেও এমন নয়।

তার পরেও ভাগ করার মুল কারন হলো, নিউস পোস্ট সাধারনত কয়েক দিন বা একদিনের জন্য ই করা হয়। পরে সেখানে ভিউ না হওয়ার সম্ভাবনাই বেশি।
আবার, নিউজ থীমে শিরোনাম দেখানোর জন্য একটা অপশন থাকলে বেশি ভালো হয়।

অন্য দিকে ব্লগ সাইটে, পোস্টগুলো সামনের পেজে সাজানো থাকলে অনেকদিন অবদি সেটা ক্লিক পড়বে। আর এই ধরনের পোস্ট লম্বা সময়ের জন্য ই করা হয়।

তাই আমার মতে সাইট বানানোর  আগেই বিষয়টি খেয়াল করে নেওয়া ভালো।  আপনাদের প্রয়োজনিয় যে কোন থীম নিয়ে আমাদের কন্টাক্ট পেজে কন্টাক্ট করলে, ফ্রি দেওয়ার চেষ্ট করবো।

নিউস ওয়েবসাইট থেকে ইনকাম

কোথাও ই কাজ শুরু করার আগে বা সাথে সাথেই টাকা আসা শুরু করে না। একটু সময় দিয়ে সৃঙ্খলার সাথে কাজ করতে হয়।

তবে অনেকেই বিষয়টি জানতে চায় যে কতদিনে  আমরা একটা নিউস সাইট থেকে টাকা আয় করতে সক্ষম হবো।

আপনাদের এই প্রশ্নের উত্তর সহজে দেওয়া যাবে না। তার পরেও এক কথায় বোঝানোর চেষ্টা করবো।

আপনি একটা দোকান দিলেন, সেখানে প্রথম দিন থেকেই ইনকাম হলো, তবে কম হওয়ার সম্ভাবনা ই বেশি। আবার ক্ষেত্র বিশেষ, অনেক সময় ই বেশি ইনকাম হবে।  ঠিক এখানেও তেমন।

যত ভিসিটর বাড়বে, তত বেশি ইনকাম হবে। যেমন দোকানে সেল বাড়লে লাভ ও বাড়তে  থাকে, তেমন ওয়েবসাইটেও ভিসিটর বাড়লে ইনকাম ও বাড়তে থাকে।

তবে যদি কেউ গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করতে চান, তাহলে একটু সময় লাগবে। এই বিষয়ে আপনাদের কমেন্ট পেতে পরে আরো বিস্তারিত পোস্ট দিব।


নিউজের সবচেয়ে ভালো ব্লগার থীম ২টা

এর চেয়েও অনেক ভালো থীম আপনি পাবেন হয়তো, তবে আমার কাছে এই দুটো অনেক ভালো লাগে। আর এই দুটো থীমে  ইনকাম বেশি হয়। অ্যাড প্লেস বেশি।

এছাড়াও এই ২ টায় বাংলাদেশ ইন্ডিয়ার জন্য ব্যাবহার কারীদের উপযোগী থীম।

  • সংবাদ ৫২ ব্লগার থীম
  • জীট বা জেট থীম
নিচে ধারাবাহিক থীমের আলোচনা ও ডাউনলোড লিংক দেওয়া হবে।

Songbad52 blogger theme

এই  থীমের উপর বাংলাদেশ ও ইন্ডিয়ার অশংখ্য ওয়েবসাই নিউস ওয়েবসাই রয়েছে। সময় ও লোকেশন অনুযায়ী এই থীমের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে।

সংবাদ ৫২ নামে বাংলাদেশের একটি নিউস ওয়েবসাইট আছে এই থীমে করা। তাই এটির নাম পড়েছে সংবাদ ৫২ থীম।

তবে এটার আসল নাম অন্য কিছু।
news theme,bangla news blogger template free download;


থীমের প্রয়োজনিয় তথ্যদি

  • মোবাইল এবং ডেক্সটপ ২টার ই সুন্দর ডিজাইন
  • SEO এর সকল সুযোগ
  • সহজ কাস্টমাইজ
  • নিউজের শিরোনাম শো বার
  • সুন্দর লুকের মেনুবার
  • সোস্যাল আইকোন 
  • বিঞ্জাপন দেওয়ার সব ধরনের সুবিধা
  • সাবসক্রাইব বক্স
  • পোস্টের মধ্য অটো বিঞ্জাপন
  • পোস্টের নিচে, রিলেটিভ পোস্ট
  • সোস্যাল শেয়ার বাটন
  • ফুল কাস্টমাইজ
  • ইরোর পেজ
  • ইত্যাদি...




jet theme ফ্রি ডাউনলোড

কিছুদিন আগে, এই থীমটি হাজার হাজার সাইইটে আপডেট করেছেন। সবাই প্রাই এটির অত্যান্ত সুন্দর কাস্টমাইজ দেখে নিজেদের সাইটে ব্যাবহার করেছেন।

আমার একাধীক ওয়েবসাই আছে এই থীমের উপর। যে কেউ এটিকে সহজেই কাস্টমাইজ করে নিতে পারবেন।

এই jet theme থীমের ২টা ভার্সন আছে, একটা নিউসের জন্য ব্যাবহার হয়। অন্যটা ব্লগিং এর জন্য। নিউস সাইটের জন্য এই থীমটা আমার কাছে অনেক সুন্দর লাগে। তাই আমি অনেক সাইটে ই ব্যাবহার করেছি।

news theme,bangla news blogger template free download;


jet theme এর বিশেষ্যত্ব


  • মোবাইল এবং ডেক্সটপ ২টার ই সুন্দর ডিজাইন
  • SEO এর সকল সুযোগ
  • সহজ কাস্টমাইজ
  • নিউজের শিরোনাম শো বার
  • সুন্দর লুকের মেনুবার
  • সোস্যাল আইকোন 
  • বিঞ্জাপন দেওয়ার সব ধরনের সুবিধা
  • সাবসক্রাইব বক্স
  • পোস্টের মধ্য অটো বিঞ্জাপন
  • পোস্টের নিচে, রিলেটিভ পোস্ট
  • সোস্যাল শেয়ার বাটন
  • ফুল কাস্টমাইজ
  • ইরোর পেজ
  • ইত্যাদি...


আমাদের সাথে কানেক্টিভ থাকতে আমাদের সোস্যাল মিডিয়ায় ফলো করে রাখুন।

আরো একটি জনপ্রিয় থীম দেখুন... 

Post a Comment

0 Comments