Header Ads Widget

samsung galaxy s23 ultra price in bangladesh

 স্যামসং কম্পানির লেটেস একটা মডেল হলো  Samsung s20 এর পর থেকে, এটা এস এর একটি সিরিজ। এই এস সিরিজে আগেও কিছু ডিভাইস রয়েছে, যেগুলো তখনকার সময়ে সেরা ছিল।

পরে অন্যান্য সিরিজ চালু হওয়ায় এটার জনপ্রিয়তা হাড়িয়ে যায়। কিন্তু এটা স্যামসং কম্পানির নামের সাথে মিলিয়ে এস সিরিজ টা চালু হয়েছিল। এটা সব মোবাইল কম্পানির ই প্রায় দেখা যায়।

নতুন নতুন স্যামসং এর কিছু মোবাইল বাজারে এসে বাজার সেগুলো দক্ষল করে নেয়, ফলো এই সিরিসটা বিলুপ্ত হওয়ার পথে ছিল।

samsung galaxy s23 ultra price in bangladesh,samsung galaxy s23, samsung galaxy s23 ultra, samsung galaxy s23 ultra price, samsung galaxy s23 ultra price in bd, samsung galaxy s23 ultra photo


এর পরেই দেখা যায়, স্যামসং কম্পানি এই সিরিজটাকে পুনরায় ২০২০ সালে চালু করে, আর সেটা তখনকার সময়ের সবচেয়ে দামি এবং বাজার সেরা ডিভাইসে পরিনিত হয়। এই ডিভাইসটি ২০২০ সালে মার্কেটে আনার জন্য প্লান করে এই স্যাংসং কম্পানি, তার জন্য এই ডিভাইসটির মডেল হিসেবে s-20 ব্যাবহার করে, মানে এটা এস মডেলের ২০ সালের ফোন ছিল।

২০২০ সালে এস ২০ এর কয়েকটি ভার্ষন তৈরি করা হয়েছিল, শুধু মাত্র এর জনপ্রিয়তা দেখে, পাশাপাশি এই মোবাইলটাতেই তখনকার সেরা সকল পার্চ ব্যাবহার করা হয়েছিল, তার মধ্যে ক্যামেরা, ডিসপ্লে, সেন্সর সহ ইত্যাদি।

স্যামসং কম্পানির প্লান অনুযায়ী এর পরে এস ২১ বের করা হয়, আর এটা ২০২১ সালকে ঘিরে। পরের বছর ২০২২ সালেও এস ২২ মডেলের আরো একটি ডিভাইস কয়েকটি ভার্ষনে মার্কেট দখল করে।

২০২০ এর পরে এখনো এই এস মডেলের উপরে আর কোন ডিভাইস এই ডিভাইস গুলোর উপরে আসতে পারে নি বলে দাবী তাদের।

samsung galaxy s23 ultra price in bangladesh

এর পরে ২০২৩ এ ও কিন্তু এর বিপরিত না,  ২০২৩ কে ঘিরে samsung galaxy s23 মডেলের ডিভাইসের কাজ চলমান, এই মডেলেরও কয়েকটি ভার্ষন আসবে বলে জানিয়েছে তারা।

আজ এই পোস্টে সদ্দ প্রকাশ পাওয়া samsung galaxy s23 ultra এর কিছু ফটো আর এর সম্ভাব্য বিবরন দেওয়া হলো, তবে এগুলো থেকে সামান্য পরিবর্তন দেখা যেতে পারে। তবে আশা করি পরিবর্তন হবে না।

এই samsung galaxy s23 ultra 5G হিসেবে মার্কেটে আসবে, এর মার্কেট প্রাইস থাকবে ৮৬ হাজার ৬৩০ টাকা ( সম্ভাব্য ) 


ডিভাইসটিতে ব্যাবহার করা হবে, ৬.৮ ইন্সি ডিসপ্লে, ১২ এবং ১৬ জিবি রেম। ১২৮, ২৫৬, ৫১২ জিবি মেমোরি, ৪০ এম পি. ফ্রন্ট ক্যামেরা ১০৮ এম পি. ব্যাক ক্যামেরা।
এবং সেন্সর হিসেবে ব্যাবহার করা হবে, Exynos 2100-Global Qualcomm Snapdragon 875- USA


এই ডিভাইসটির কয়েকটি ভার্ষন রয়েছে, সেখানে শুধু রেম এবং রুমের পার্থক্য থাকবে, আর এই সামান্য পার্থক্য়ের জন্য সামান্য কিছু টাকা কম বেশি হবে।

তবে এর ultra ছাড়া শুধু S-23 এবং S-23 pro বা আরো কোন ভার্ষন আসতে পারে, আর আসলে, সেগুলো মুল্য কম্পানি থেকে তখন ডিসাইড করা হবে।

রিভিউ samsung galaxy s23 ultra

এখনো পর্যন্ত পাওয়া সকল তথ্য থেকে যতটুকু জানা যায় এর কোন খারাপ রিভিউ পাওয়া যায় না। তবে ব্যাবহারের পরে হয়তো ভালো খারাপ আসল পরিচয় জানা যাবে, আশা করি ভালোই হবে।

আজ এই পর্যন্তই শেষ, আগামিতে অন্য কোন ফোনের রিভিউ করবো, তাই আমাদের সাইটের সাথেই থাকুন, আর অনলাই ইনকাম সমন্ধে জানতে আমাদের সাইটের পোস্ট গুলো পড়তে পারেন।

Post a Comment

0 Comments